এ কেমন ডাক্তার!!

mysterious doctor

#অন্তঃসত্ত্বা হতে চেয়েও পারছিলেন না৷ শরণাপন্ন হয়েছিলেন এক ডাক্তারের। তিনিই পরামর্শ দিয়েছিলেন কৃত্রিম গর্ভসঞ্চারের। কিন্তু অভিযোগ, শুক্রাণুদাতা (Sperm Donor) সম্পর্কে ভুলভাল তথ্য দিয়ে, গোপনে নিজের বীর্যেই মহিলার কৃত্রিম গর্ভসঞ্চার করিয়েছিলেন ওই #চিকিৎসক!

#ArtificialInsemination

এমনটা নাকি কেবল এক মহিলার সঙ্গেই হয়নি। আরও অন্তত ১৫-১৬ জনের সঙ্গে হয়েছে বলে অভিযোগ উঠেছে।

#SpermScam

ঘটনা আজ থেকে ৩৪ বছর আগের। কাঠগড়ায় ওয়াশিংটনের স্পোক্যান (Spokane) শহরের ধাত্রীবিদ্যা ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ (Obstetrician and Gynaecologist) ডাক্তার ডেভিড আর ক্লেপুল। তাঁর বিরুদ্ধে বুধবার স্পোক্যান কাউন্টি সুপিরিয়র কোর্টে (Spokane County Superior Court) #মামলা ঠুকেছেন আইডাহোর হাউসার (Hauser, Idaho) শহরের বাসিন্দা, ৬৭ বছর বয়সের শ্যারোন হেস (Sharon Hayes)।

এমন অভিযোগ অবশ্য উঠতই না, যদি না শ্যারোনের মেয়ে (৩৩) #ডিএনএ পরীক্ষা করাতেন। ডাক্তার ডেভিড আর ক্লেপুলের ‘চিকিৎসাপদ্ধতি’ মেনে জন্ম হয় ব্রিয়ানা হেসের (Brinna Hayes)। তিনি গত বছর জিন ও বংশধারা পরীক্ষার ওয়েবসাইট 23andMe-তে ডিএনএ দেন। তাতেই বেরিয়ে আসে ব্রিয়ানার জৈবিক পিতৃপরিচয়। দাবি, ব্রিয়ানা হেসের বাবা আর কেউ নন—ডাক্তার ডেভিড আর ক্লেপুল (Dr David R Claypool)!

অভিযোগ প্রমাণিত হলে, কপালে অশেষ দুঃখ আছে চিকিৎসকের। এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।