শীতেই সাবাড় হবে এডিস? দ্রুত পারদ নামার অপেক্ষায় বঙ্গবাসী!
ডেঙ্গি আতঙ্কে কাঁপছে দেশ। আতঙ্ক অমূলক নয়, ভারত সরকারের তথ্য জানান দিচ্ছে, উদ্বেগের কারণ আছে যথেষ্ট। দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ঘটছে প্রাণহানির ঘটনাও। বাংলার পক্ষে সংকটের খবর আরও বেশি। ডেঙ্গিতে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছেন এ রাজ্যের বাসিন্দারাই।
পরিস্থিতি সত্যিই উদ্বেগের। তবে আতঙ্কিত হওয়ার চেয়ে কাজের কাজ হল, সতর্ক হওয়া। কিন্তু ঠিক কী কী বিষয়ে সতর্ক হবেন? অমৃতBAZAR-কে (amritabazar.in) জানালেন বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস।
অর্থাৎ,
- বাড়ির আশপাশ আবর্জনাশূন্য ও পরিচ্ছন্ন রাখতে হবে
- কোনও ভাবেই জল জমতে দেওয়া যাবে না
- যতটা সম্ভব মশারি ব্যবহার করতে হবে
- প্রশাসনকে আরও ব্যাপক হারে জীবাণুনাশক রাসায়নিক স্প্রে করতে হবে
- অবশ্যই, জ্বর সহ ডেঙ্গির যেকোনও লক্ষণ দেখা দিলে, অবিলম্বে স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে
এর পাশাপাশি, দুশ্চিন্তা দূর হওয়ার মতো আশাব্যঞ্জক বার্তাও শুনিয়েছেন ডক্টর বিশ্বাস। অমৃতBAZAR-কে (amritabazar.in) কী বলেছেন তিনি? বলেছেন, শীত যত দ্রুত জাঁকিয়ে পড়বে, তত তাড়াতাড়ি এই দুঃসময় থেকে মুক্তি মিলবে আমাদের।
এরই মধ্যে বাংলায় তাপমাত্রার পারদ খাটো হতে শুরু করেছে। সুলক্ষণ বলতে হবে! তবে নতুন করে নিম্নচাপের বার্তাও এসে পৌঁছেছে। বাংলায় তার কোনও প্রভাব পড়বে না বলে আবহবিদরা জানালেও আকাশের দিকে তাকিয়ে খুব যে ভরসা পাওয়া যাচ্ছে, এমন নয়। সেই দিক থেকে, এখন বঙ্গবাসীর একমাত্র প্রার্থনা—আকাশ মেঘমুক্ত হোক। আমরাও যেন সত্বর ডেঙ্গিমুক্ত হতে পারি।