রাজ্যপালদের ভূমিকায় ক্ষুব্ধ শীর্ষ আদালত!
‘আমরা কি সংসদীয় গণতন্ত্রকে অব্যাহত রাখতে চাই? তাহলে বিধানসভায় পাস হয়ে যাওয়া বিল রাজ্যপালরা আটকে রাখছেন কেন? আগুন নিয়ে খেলছেন!’
মন্তব্য সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের (CJI DY Candrachud)। তামিলনাড়ু (Tamil Nadu) ও পঞ্জাব (Punjab) সরকারের মামলার পরিপ্রেক্ষিতে তাঁর এই মন্তব্য। ওই ২ রাজ্যের রাজ্যপাল কার্যত বিড়ম্বনায় পড়লেন শীর্ষ আদালতের মন্তব্যে।
©’Dhananjaya Y. Chandrachud’|Charmanderrulez|wikimedia|CC BY-SA 4.0
পঞ্জাব ও তামিলনাড়ুতে সরকার ও কেন্দ্র-নিযুক্ত রাজ্যপালের মধ্যে সংঘাত চরমে। তারই পরিণামে আপ (Aam aadami party) ও ডিএমকে (DMK) সরকারের বিধানসভায় পাস হওয়া একাধিক বিল আটকে রেখেছেন ২ রাজ্যপাল। তাতে বিঘ্নিত হচ্ছে জনস্বার্থ।
রাজ্যপালদ্বয়ের এহেন ‘অসাংবিধানিক নিষ্ক্রিয়তা’র বিরুদ্ধে সংশ্লিষ্ট ২ রাজ্য দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে মামলা ওঠে। সেই মামলার শুনানিতেই এদিন প্রধান বিচারপতি রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নির্বাচিত বিধানসভায় পাস হওয়া বিল আইনে পরিণত হওয়ার পথে বিঘ্ন তৈরি করবেন না। এটা অত্যন্ত গুরুতর উদ্বেগের বিষয়।’
আমাদের রাজভবনের অন্দরে শীর্ষ আদালতের বার্তা কি ‘আনন্দ’হানি ঘটাচ্ছে?
©’Supreme Court of India’|Subhashish Panigrahi – Own work|wikimedia|CC BY-SA 4.0|resized & compressed|cover image