![পড়ে রইল বিতর্ক, ‘শ্রী’ হারাল ‘সাহারা’](https://amritabazar.in/wp-content/uploads/2023/11/subrata-sahara-463x400.jpeg)
পড়ে রইল বিতর্ক, ‘শ্রী’ হারাল ‘সাহারা’
মারা গেলেন শিল্পপতি সুব্রত রায় বয়স হয়েছিল ৭৫। বহু বছর রোগাক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার থেকে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হসপিটাল অ্যান্ড মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটে (Kokilaben Dhirubhai Ambani Hospital & Medical Research Institute) ডাক্তারদের তত্ত্বাবধানে ছিলেন ‘সাহারা-শ্রী’। আরোগ্যের চেষ্টা চলছিল। কিন্তু মঙ্গলবার সব চেষ্টা ব্যর্থ হয়। রাত্রি তখন সাড়ে ১০টা। মৃত্যুসংবাদ নিশ্চিত করেন ডাক্তাররা।…