মারা গেলেন শিল্পপতি সুব্রত রায়
বয়স হয়েছিল ৭৫। বহু বছর রোগাক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার থেকে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হসপিটাল অ্যান্ড মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটে (Kokilaben Dhirubhai Ambani Hospital & Medical Research Institute) ডাক্তারদের তত্ত্বাবধানে ছিলেন ‘সাহারা-শ্রী’। আরোগ্যের চেষ্টা চলছিল। কিন্তু মঙ্গলবার সব চেষ্টা ব্যর্থ হয়। রাত্রি তখন সাড়ে ১০টা। মৃত্যুসংবাদ নিশ্চিত করেন ডাক্তাররা। খবর ছড়াতেই একে-একে জড়ো হন শিল্পপতির মুম্বইবাসী আত্মীয় ও নিকটজন।
‘সাহারা ইন্ডিয়া পরিবার’ সংবাদ মাধ্যমের উদ্দেশে শোকবার্তা প্রকাশ করেছে। তাতে জানা যাচ্ছে, শ্বাসযন্ত্র ও হৃৎপিণ্ড বিকল হয়ে (‘cardiorespiratory arrest’) মৃত্যু হয়েছে ‘সাহারা’র ম্যানেজিং ওয়ার্কার তথা চেয়ারম্যান সুব্রত রায়ের।
![](https://amritabazar.in/wp-content/uploads/2023/11/sahara-statement.jpeg)
১৯৭৮-এ ‘সাহারা ইন্ডিয়া পরিবার’ (Sahara India Parivar) প্রতিষ্ঠা করেন সুব্রত রায়। বিভিন্ন সংবাদ মাধ্যম এরই মধ্যে স্মরণ করেছে তাঁর স্বপ্নবৎ উত্থানের কাহিনী। পাশাপাশি, পরবর্তীকালে আর্থিক বেনিয়মের অভিযোগে সুব্রত রায় ও তাঁর প্রতিষ্ঠিত সংস্থার ক্রমবিপর্যয় আলোচিত হয়েছে সামাজিক মাধ্যমে। কেউ কেউ তাঁর উদ্দীপনাময় বাগ্মীতার কথা উল্লেখ করেছেন। তবে সবকিছু ছাপিয়ে এক্স (X, পূর্বনাম Twitter) ও ফেসবুক (Facebook) ভাসছে সুব্রত রায়ের ক্রিকেট-যোগের স্মৃতিকাতরতায়। বিশেষত ‘সাহারা’ নামাঙ্কিত ভারতীয় ক্রিকেট দলের এককালের জার্সি ও একদা আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতার প্রসঙ্গ ঘুরেফিরে আসছে।
![](https://amritabazar.in/wp-content/uploads/2023/11/subrata-roy-memory.png)
জনপ্রিয় শিল্পপতির শেষ জীবনটা অবশ্য মোড়া রইল অনতিক্রম্য বিষণ্ণতায়। অর্থনৈতিক অভিযোগ, জেলযাত্রা, মামলা-মোকদ্দমা, স্বপ্রতিষ্ঠিত সংস্থার ভরাডুবি আর রোগভোগের যন্ত্রণা—অন্তিমে এ-ই হয়ে উঠেছিল তাঁর নিত্যসঙ্গী।
© Ashishkhare21 – Own work | subrata roy wikimedia | CC BY-SA 4.0 | trimmed