পড়ে রইল বিতর্ক, ‘শ্রী’ হারাল ‘সাহারা’

মারা গেলেন শিল্পপতি সুব্রত রায়

বয়স হয়েছিল ৭৫। বহু বছর রোগাক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার থেকে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হসপিটাল অ্যান্ড মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটে (Kokilaben Dhirubhai Ambani Hospital & Medical Research Institute) ডাক্তারদের তত্ত্বাবধানে ছিলেন ‘সাহারা-শ্রী’। আরোগ্যের চেষ্টা চলছিল। কিন্তু মঙ্গলবার সব চেষ্টা ব্যর্থ হয়। রাত্রি তখন সাড়ে ১০টা। মৃত্যুসংবাদ নিশ্চিত করেন ডাক্তাররা। খবর ছড়াতেই একে-একে জড়ো হন শিল্পপতির মুম্বইবাসী আত্মীয় ও নিকটজন।

‘সাহারা ইন্ডিয়া পরিবার’ সংবাদ মাধ্যমের উদ্দেশে শোকবার্তা প্রকাশ করেছে। তাতে জানা যাচ্ছে, শ্বাসযন্ত্র ও হৃৎপিণ্ড বিকল হয়ে (‘cardiorespiratory arrest’) মৃত্যু হয়েছে ‘সাহারা’র ম্যানেজিং ওয়ার্কার তথা চেয়ারম্যান সুব্রত রায়ের।

১৯৭৮-এ ‘সাহারা ইন্ডিয়া পরিবার’ (Sahara India Parivar) প্রতিষ্ঠা করেন সুব্রত রায়। বিভিন্ন সংবাদ মাধ্যম এরই মধ্যে স্মরণ করেছে তাঁর স্বপ্নবৎ উত্থানের কাহিনী। পাশাপাশি, পরবর্তীকালে আর্থিক বেনিয়মের অভিযোগে সুব্রত রায় ও তাঁর প্রতিষ্ঠিত সংস্থার ক্রমবিপর্যয় আলোচিত হয়েছে সামাজিক মাধ্যমে। কেউ কেউ তাঁর উদ্দীপনাময় বাগ্মীতার কথা উল্লেখ করেছেন। তবে সবকিছু ছাপিয়ে এক্স (X, পূর্বনাম Twitter) ও ফেসবুক (Facebook) ভাসছে সুব্রত রায়ের ক্রিকেট-যোগের স্মৃতিকাতরতায়। বিশেষত ‘সাহারা’ নামাঙ্কিত ভারতীয় ক্রিকেট দলের এককালের জার্সি ও একদা আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতার প্রসঙ্গ ঘুরেফিরে আসছে।

জনপ্রিয় শিল্পপতির শেষ জীবনটা অবশ্য মোড়া রইল অনতিক্রম্য বিষণ্ণতায়। অর্থনৈতিক অভিযোগ, জেলযাত্রা, মামলা-মোকদ্দমা, স্বপ্রতিষ্ঠিত সংস্থার ভরাডুবি আর রোগভোগের যন্ত্রণা—অন্তিমে এ-ই হয়ে উঠেছিল তাঁর নিত্যসঙ্গী।

© Ashishkhare21 – Own work | subrata roy wikimedia | CC BY-SA 4.0 | trimmed