গতি পাবে দুর্নীতি মামলা?
শিক্ষক পদে যোগ্য বঞ্চিতদের আন্দোলন এবার কি সাফল্যের মুখ দেখবে? এই প্রশ্ন প্রাসঙ্গিক হয়ে উঠছে কলকাতা হাইকোর্টের সক্রিয়তায়।
সুপ্রিম কোর্টের নির্দেশ ছিলই। সেই মতো বৃহস্পতিবার নির্দিষ্ট বেঞ্চ তৈরির আবেদনও করা হয়েছিল হাইকোর্টকে। শুক্রবার তার ব্যবস্থা করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ঠিক হল, এবার থেকে শিক্ষক নিয়োগে দুর্নীতি সম্পর্কিত সকল মামলা দেখবে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শাব্বার রাশিদির বেঞ্চ।
দেশের শীর্ষ আদালত এটাও ঠিক করে দিয়েছে যে, এক্ষেত্রে তদন্তকারীরা আর ২ মাস সময় পাবেন।
কলকাতা হাইকোর্টে তৈরি হওয়া ডিভিশন বেঞ্চ বিচার প্রক্রিয়ার যাবতীয় কর্মকাণ্ড শেষ করতে হাতে পাচ্ছে ৬ মাস।
© Avrajyoti Mitra – Flickr | calcutta high court | CC BY 2.0 | cover image
© Legaleagle86 at en.wikipedia | Supreme Court | CC BY-SA 3.0 | last image