মুখোশেই যেতে চান জড়িয়ে?
পুরুলিয়া বললেই আমাদের চোখে ভেসে ওঠে ঐতিহ্যবাহী ছৌ— রঙিন পোশাক আর চোখ ধাঁধানো ভারী মুখোশ পরে কী অপূর্ব নাচ! সেই মুখোশ কোথায় তৈরি হয়, জানেন? তৈরি হয় জেলারই চড়িদা নামের একটি গ্রামে। এই গ্রাম ‘মুখোশ গ্রাম’ নামেই বেশি পরিচিত।
চড়িদায় মুখোশ তৈরির পেশার সঙ্গে বংশানুক্রমে যুক্ত গ্রামবাসীরা।
রাস্তার দুপাশে দোকানগুলিতে তো বটেই, প্রায় প্রতি বাড়ির দাওয়ায় মুখোশ প্রদর্শনের সুবন্দোবস্ত রয়েছে!
মাটি, কাগজ প্রভৃতি প্রাকৃতিক উপকরণের মণ্ড দিয়ে মুখোশগুলি তৈরি করা হয়। সৌন্দর্য ফুটিয়ে তোলা হয় প্রাকৃতিক রং দিয়ে। শেষে জরি, পুঁতি ও ফিতে দিয়ে সাজিয়ে তোলা হয় মুখোশগুলি।
পুরুলিয়ার ভূমিপুত্রদের মূল সংস্কৃতি, তাঁদের ঐতিহ্য, মৌলিক নৃত্যশৈলী ও জীবিকা সম্পর্কে একটা ধারণা দেয় এই ‘মুখোশ গ্রাম’। পুরুলিয়া ভ্রমণকে দেয় এক অনন্য মাত্রা।
আপনি যদি দক্ষিণবঙ্গের মানুষ হন, স্বল্প ছুটির দিনগুলোয় বেড়ানোর তালিকায় রাখতেই পারেন চড়িদাকে। শহুরে বন্ধন ছিঁড়ে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে পুরুলিয়ায় অযাধ্যা পাহাড়ের পাশাপাশি অবশ্যই বেড়িয়ে আসুন মুখোশ গ্রামে।