‘সবাইকে আন্ডার গান রেখে দেশ শাসন’
প্রসঙ্গ: গরু-কয়লা পাচার (Cow and Coal Trafficking)
যারা সবচেয়ে বেশি গরুপাচারের টাকা খায়, সবচেয়ে বেশি কয়লাপাচারের টাকা খায়, তারা এজেন্সি পাঠাচ্ছে! বিএসএফ কাদের? কেন্দ্রীয় সরকারের। সীমান্ত পাহারা দেয় কারা? গরু আসে কোথা থেকে? উত্তরপ্রদেশ বিহার রাজস্থান থেকে। তোমরা টাকা খাও না? লেবেঞ্চুস খাও? কয়লা ধুলেও যাবে না ময়লা। কোল কাদের আন্ডারে?
— মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী
প্রসঙ্গ: সংবাদ মাধ্যম (TV Channel)
আমাদের লোকেরা সবাই চোর? দুর্নীতি দেখাচ্ছে? দু-একটা টিভি চ্যানেল সন্ধে হলেই সেজেগুজে বসে পড়ছে। সেখানে তাদের শিখিয়ে দেওয়া হচ্ছে। টাকা দিয়ে তাদের বলা হচ্ছে, বলো চোর। তৃণমূলকে চোর না বললে, ইডি-সিবিআই তাঁদের রেড করবে।
— মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী
প্রসঙ্গ: বিজেপি-সিপিএম (BJP CPM)
আজকে খুব হাসছেন! ভাবছেন, কেষ্ট-পার্থ-বালু জেলে— এটাই চলবে? আগামী দিনে যখন চেয়ার থাকবে না, তখন আপনারা কোথায় থাকবেন? সেলে না কোলে? বিজেপি আর সিপিএম পরস্পরের কোলবালিশ হয়ে দুলছে। বাইরে থেকে গদ্দার বলছে, অমুক দিন ওর বাড়িতে যাবে ইডি-সিবিআই। অমুক দিন চলে গেল। লুঠ করে নিয়ে চলে এলো সবকিছু! সিজার লিস্ট দিল না! সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবাইকেই চমকেধমকে, আন্ডার গান রেখে সরকার চালাচ্ছে দিল্লি। এরা যত তাড়াতাড়ি চলে যায়, ততই মানুষের মঙ্গল।
— মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী