রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ বিজেপির!
সারা দিনে প্রায় ৭০% ভোট পড়ল রাজস্থান নির্বাচনে। ওই রাজ্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া কংগ্রেস (Indian National Congress)। তাদের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি (BJP)। অশোক গেহলট (Ashok Gehlot) আশাবাদী, ক্ষমতায় থাকবে কংগ্রেসই। তাঁর মন্তব্য, ‘জনগণের সমর্থন আমাদের দিকেই রয়েছে, আমরা জিতব, আমরাই সরকার গড়ব।’ শচীন পাইলটের (Sachin Pilot) প্রতিক্রিয়া, ‘জনতা জনার্দন ভাগ্য নির্ধারণ করবে।’ ৩ ডিসেম্বর ফল ঘোষণা।
রাজস্থানের ২০০টির মধ্যে ১৯৯টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হয়েছে আজ। শ্রীগঙ্গানগরের (Sriganganagar) করনপুর (Karanpur) বিধানসভা আসনে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। ওই আসনে কংগ্রেস প্রার্থী ৭৫ বছর বয়সী গুরমিত সিং কুনারের (Gurmeet Singh Kooner) মৃত্যুর জেরে ভোট হচ্ছে না। সকাল ৭টা – সন্ধে ৬টা,
বাকি সব ক’টি আসনে চলল ভোট প্রক্রিয়া।
- ভোটগ্রহণ কেন্দ্র ৫১,৮৯০
- মোট ভোটার ৫,২৬,৯০,১৪৬
- তরুণ ভোটার ৩০%-এরও বেশি
এক্স (X, পূর্বনাম Twitter)-এ ANI-এর ক্যামেরায় ধরা পড়েছে জয়পুর কেন্দ্রের ভোটচিত্র।
এদিকে এদিন রাহুল গান্ধী (Rahul Gandhi) ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রার (Priyanka Gandhi Vadra) বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এনেছে বিজেপি। এক্স (X, পূর্বনাম Twitter) হ্যান্ডলে প্রিয়াঙ্কা ও রাহুল শনিবার সকালে যে পোস্ট করেছেন, তাতে জনগণের কাছে কংগ্রেসকে সমর্থনের বার্তা রয়েছে।
ভোট সংলগ্ন ৪৮ ঘণ্টায় প্রচারে নিষেধাজ্ঞার নির্বাচনী বিধি লঙ্ঘিত হয়েছে বলে মনে করছে বিজেপি।
নির্বাচন কমিশনকে (Election Commission) অভিযোগ জানিয়েছে গেরুয়া শিবির।
Cover Image Courtesy: X/@SachinPilot