সাংবাদিকদের এ কী শোনালেন বিশেষজ্ঞ!
‘ক্রিসমাসের মধ্যে নিরাপদে বাড়ি ফিরবেন উত্তরকাশীর (Uttarkashi, Uttarakhand) সুড়ঙ্গে (Tunnel) আটকে পড়া শ্রমিকরা।’ সাংবাদিকদের সামনে বলে ফেললেন আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ (International tunneling Expert)। আজ সবে ২৫ নভেম্বর। আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্সের (Arnold Dix) মতামত যা, তাতে অপেক্ষা আরও দীর্ঘ হল! কেননা তাঁর কথা মতো, সর্বোচ্চ সময়সীমা ক্রিসমাস। বোঝা যাচ্ছে, শ্রমিকদের উদ্ধার করার কাজটা এখনও কতটা জটিল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞ জানান, ‘তাড়াহুড়ো করলে আমরা নতুন বিপর্যয় ডেকে আনব।’ ঠিক কী বলেছেন তিনি? এক্স (X, পূর্বনাম Twitter)-এ শুনুন তাঁর বক্তব্য।
এরই মধ্যে ২ সপ্তাহ হতে চলল উত্তরকাশীর সুড়ঙ্গে ৪১ জন শ্রমিকের ‘বন্দিদশা’। পাইপের মাধ্যমে খাদ্য, পানীয়, ওষুধপত্র সরবরাহ করা হলেও এই ঘোর বিপর্যয়ে এতজন মানুষের মানসিক স্বাস্থ্য ঠিক থাকবে তো? ঘনাচ্ছে উদ্বেগ।