‘কলকাতা চলো’ বনাম ‘কালা দিবস’…
যুযুধান দুইপক্ষ। পদ্ম ও ঘাসফুল। বুধবার ফুলের সংঘাত ঘিরে সারাদিনই ‘রণং দেহি’ মেজাজে রইল মহানগর। একদিকে আদালতের সম্মতিতে উৎসাহিত বিজেপির সভা— ধর্মতলায় ‘কলকাতা চলো’ কর্মসূচি। সভামঞ্চে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে অমিত শাহর বাংলায় আগমনকে নিশানা করে তৃণমূলের ‘কালা দিবস’ পালন। বিধানসভার সামনে বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশে তৃণমূল বিধায়করা। কালো পোশাক প’রে মোদী-শাহর বিরুদ্ধে স্লোগান তাঁদের। ধর্মতলার মঞ্চে তখন অমিত শাহ (Amit Shah) সোচ্চার রাজ্য সরকারের বিরুদ্ধে। বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে শুভেন্দুর সাসপেনশন নিয়ে পর্যন্ত সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে আম্বেদকরের মূর্তির নীচে তৃণমূলের ‘শেম শেম’ ধ্বনি! তৃণমূলের শাহ-বিরোধী কর্মসূচিতে যোগ দেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তাঁর পরনে ছিল কালো পাড় সাদা শাড়ি।
এর কিছুক্ষণ পরেই বাধে তুমুল গন্ডগোল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ বিজেপি বিধায়করা এসে পৌঁছন বিধানসভায়। শুরু হয়ে যায় ধ্বনির পাল্টা ধ্বনি! পরিস্থিতি এতটাই আক্রমণাত্মক হয়ে ওঠে যে, ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মুখ খোলেন। বিজেপি বিধায়কদের আচরণকে অসৌজন্যমূলক ও বিধি-বহির্ভূত বলে আক্রমণ করেন তিনি।
প্রশ্ন উঠছে, ধর্মতলার সভা নিয়ে ততটা সন্তোষ সঞ্চিত না হওয়াতেই কি বিরোধী দলনেতা সহ বিজেপির এই আচরণ? নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর টোটকায় শেষ-নভেম্বরের পড়ন্ত বেলায় যৎসামান্য হিমে গা-গরমের অভিলাষ? অভিপ্রায় যাই হোক, তৃণমূল-বিজেপির এই ওয়ার্ম আপ জানান দিচ্ছে, ২৪-এর লোকসভা নির্বাচন আসন্ন— শীত থাকতেই ভিত পোক্ত করা জরুরি।