জামিনে শর্তাবলি, গতিবিধি নিয়ন্ত্রণ

জামিন পেয়েছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy ganguly)। স্কুলে গ্রুপ-সি নিয়োগ দুর্নীতি মামলায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে জামিন (bail) দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। জামিনের বিরোধিতা করেছিলেন সিবিআইয়ের আইনজীবী। কিন্তু তা গ্রাহ্য হয়নি। উল্টে হাইকোর্ট প্রশ্ন তোলে সিবিআই (CBI) তদন্তের অগ্রগতি নিয়ে।

বুধবার বিচারপতি জয়মাল্য বাগচী ও গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ জানায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে। কলকাতার বাইরে তিনি যেতে পারবেন না। যেতে পারবেন না বিধাননগর কমিশনারেট এবং পার্ক স্ট্রিট থানা এলাকাতেও। এইসব শর্তে কল্যাণময়কে আদালত জামিন দেয়। ডিভিশন বেঞ্চ আরও বলে, পর্ষদের প্রাক্তন সভাপতিকে নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে।

কিন্তু গ্রুপ-সি (ক্লার্ক) নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণময় জামিন পেলেও জেল থেকে বেরনো হল না তাঁর। নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার তাঁকে গ্রেফতারের আবেদন করেছিল সিবিআই। সেই আবেদন মঞ্জুর করেছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত। ফলে সেই মামলায় ৬ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হচ্ছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে।