গুরুবারে গুরুতর সিবিআই

স্ক্যানারে আরেক তৃণমূল কাউন্সিলর!

বিধাননগরের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর ঠিকানায় পৌঁছে গেল সিবিআই (CBI)। সংবাদ মাধ্যম সূত্রে মনে করা হচ্ছে, পুরসভার নিয়োগে বেনিয়মের পরিপ্রেক্ষিতে এই হানা। তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির (Aditi Munshi) স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। রাজনীতির বাইরে অদিতি মুন্সির ব্যাপকতর পরিচিতি কীর্তনের সৌজন্যে। ফলে দেবরাজ চক্রবর্তীকে ঘিরে সিবিআইয়ের তৎপরতা বাংলায় অন্য মাত্রা বহন করছে।

বিধাননগরের (Bidhannagar Municipal Corporation) ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের আগে অবশ্য কলকাতা পৌরনিগমের ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে মুখোমুখি হতে হয়েছে সিবিআইয়ের। বৃহস্পতিবার সকাল থেকে তদন্তকারীদের তৎপরতা লক্ষ করা গিয়েছে।

এটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ যে, দক্ষ সংগঠক হিসেবে পরিচিত তৃণমূল কাউন্সিলরদের ঘিরে আবর্তিত হতে শুরু করেছে সিবিআইয়ের সক্রিয়তা। যেকোনও নির্বাচনেই বাপ্পাদিত্য-দেবরাজের মতো অপেক্ষাকৃত তরুণ ঘাসফুল-সেনাপতিদের কর্মনিষ্ঠা ও সাংগঠনিক প্রতিভা জনমানসে প্রভাব ফেলে। পাশাপাশি এটাও উল্লেখযোগ্য যে, নির্বাচনে প্রভাব বিস্তারকারী এই ফ্যাক্টর ভালো মতোই জানেন তৃণমূল থেকে বিজেপিতে দলান্তরিত নেতানেত্রী।