পিষে দিয়েছে গাড়ি!
শোকে পাথর পরিযায়ী শ্রমিকের আত্মীয়স্বজন… বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু। ঘুমন্ত অবস্থায় পিষে দিল গাড়ি। অকালে ঝরে গেল সঞ্জয় মাইতি নামে যুবকের প্রাণ। দুর্ঘটনাস্থল করিমগঞ্জ (অসম)। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের (ONGC) কাজে ঠিকাশ্রমিক হিসেবে ওই অঞ্চলে যাওয়া সঞ্জয় মাইতির। বাড়ি ফেরা হল না। এখন কেবল নিথর দেহ আর নিরুপায় অশ্রু গঙ্গাসাগরের ঠিকানায়!
