৩ নয়, ৪ তারিখে মিজোর ফল!
মিজোরাম বিধানসভা ভোটের ফল গণনার তারিখ বদলে গেল। ৩ ডিসেম্বরের পরিবর্তে ৪ ডিসেম্বর হবে গণনা। ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)।
![](https://amritabazar.in/wp-content/uploads/2023/12/mizo-ec-1024x757.jpg)
রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও তেলঙ্গানার সঙ্গে ৩ ডিসেম্বরই ভোট গণনার কথা ছিল মিজোরামেও। কিন্তু সে’রাজ্যের প্রায় সবকটি গির্জা থেকে গণনার তারিখ বদলের জন্য অনুরোধ করা হয়। কারণ ওই দিনটিকে মিজোরামের খ্রিস্টানরা পবিত্র দিবস হিসেবে পালন করেন।
নির্বাচন কমিশন সেই অনুরোধ বিবেচনা ক’রে মিজোরাম (Mizoram) বিধানসভার ভোট গণনার তারিখ বদলে দিল।
![](https://amritabazar.in/wp-content/uploads/2023/12/mizo-ec-2.jpg)
৩ ডিসেম্বর, ২০২৩, রবিবারের পরিবর্তে মিজোরামের ভোট গণনা হবে ৪ ডিসেম্বর, ২০২৩, সোমবার। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশন।