জাতীয় সঙ্গীতের মর্যাদাহানি

অনুতপ্ত নয় শুভেন্দু বাহিনী!

একে একে বিজেপি বিধায়কদের ডাকতে শুরু করল লালবাজার (Lalbazar)। জাতীয় সঙ্গীতের মধ্যে টিটকিরি দেওয়ার অভিযোগ তাঁদের বিরুদ্ধে।

ঘটনা পরশুর। ধর্মতলায় সেদিন বিজেপির (BJP) সভায় উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অন্যদিকে, বিধানসভার সামনে বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশে তৃণমূল বিধায়করা ‘কালা দিবস’ পালন করছিলেন।

একসময় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে বিজেপি বিধায়করা সেখানে হাজির হন। আরম্ভ হয় ধ্বনি ও পাল্টাধ্বনি। মুখ্যমন্ত্রী স্বয়ং মাইক হাতে নিয়ে বিজেপির এই আচরণকে ‘বেআইনি’ ও ‘অসভ্যতা’ ব’লে ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু ‘অসভ্যতা’ সেখানেই থেমে থাকেনি। নক্কারজনক ঘটনার আরও বাকি ছিল।

তৃণমূল বিধায়করা সমবেতভাবে জাতীয় সঙ্গীত (National Anthem) গাইছেন তখন। কিন্তু বিরোধী দলনেতার ‘উস্কানি’তে বিজেপি বিধায়করা টিটকিরি থামাননি।

জাতীয় সঙ্গীতের মর্যাদাহানির ঘটনা

জাতীয় সঙ্গীতের মর্যাদাহানি হয়েছে বলে বিধানসভার অধ্যক্ষকে অভিযোগ জানায় তৃণমূল (TMC)। জল গড়ায় এফআইআর অবধি। এখন বিজেপি বিধায়কদের ডেকে পাঠাচ্ছে লালবাজার।