নির্বাচনের চতুর্দোলা…
৪ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে এখনও পর্যন্ত যা প্রবণতা, তাতে মোটের উপর বিজেপির প্রাধান্য স্পষ্ট। একমাত্র তেলঙ্গানায় নিষ্প্রভ গেরুয়া শিবির। সেখানে কংগ্রেসের দাপটে বিআরএসের ক্ষমতাচ্যুত হওয়া প্রায় নিশ্চিত। কিন্তু ছত্তিশগড়ে কংগ্রেসের ফলাফল যথেষ্ট হতাশাব্যঞ্জক। ওই রাজ্যেও বিজেপির দিকে যাচ্ছে গণরায়। দুপুর দেড়টা পর্যন্ত গণনায় যা ট্রেন্ড দেখা যাচ্ছে, তাতে ছত্তিশগড় হাতের হাতছাড়া হওয়া যেন সময়ের অপেক্ষা! এক নজরে দেখে নেব বিভিন্ন রাজ্যে কে কোথায় এগিয়ে।
প্রথমে দেখব রাজস্থানের ভোটচিত্র।
শেষ পাওয়া খবর অনুযায়ী তেলঙ্গানার গণনায় প্রবণতা:
ছত্তিশগড়ে ক্রমশ পিছচ্ছে কংগ্রেস।
মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখার পথে বিজেপি।
সব মিলিয়ে প্রবণতার নিরিখে ৪ বিধানসভার ফলাফল পদ্মশিবিরকে ৩ রাজ্যজয়ের দিকে এগিয়ে দিচ্ছে, বলা যায়। এরই মধ্যে বহু জায়গায় শুরু হয়ে গিয়েছে বিজেপির জয়োল্লাস।