‘শীতকালীন’ উত্তাপ
প্রথম দিনেই লোকসভার শীতকালীন অধিবেশন উত্তপ্ত হয়ে উঠল তৃণমূল-বিজেপি তরজায়। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা – বর্তমানে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় অভিযোগ, সবচেয়ে বড় ইস্যু। রাজ্যে তো বটেই, খাস দিল্লিতে এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে আন্দোলন প্রসারিত করেছে ঘাসফুল শিবির। সোমবার, শীতকালীন অধিবেশন শুরুর দিনেই, সেই প্রসঙ্গে সোচ্চার হন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay)। অমনি তেলেবেগুনে জ্বলে ওঠেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।
ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) রীতিমতো গলা চড়িয়ে দাবি করেন, ‘মনরেগা (MGNREGA), প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বরিষ্ঠ তৃণমূল সাংসদ যে তথ্য পেশ করেছেন, তা মিথ্যা।’ এরপর রুষ্ট কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর আক্রমণ, ‘ভারত সরকারের থেকে বাংলার গরিব মানুষের টাকা নিয়ে গিয়ে তোলাবাজি-কাটমানিতে নয়ছয় করে তৃণমূল।’
ধর্মেন্দ্র প্রধানের দাবি, ‘মিড ডে মিল প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারকে ৪ হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র।’ তিনি সরোষে আক্রমণ করেন, ‘ওই ৪ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বাংলায়। ভারত সরকার তদন্তভার দিয়েছে সিবিআইকে। সব সামনে আসবে।’
ধর্মেন্দ্র প্রধানের বিষোদ্গারের মধ্যেই দেখা যায় মহুয়া মৈত্র (Mahua Moitra) সহ তৃণমূল সাংসদরা উঠে দাঁড়িয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন।
Cover Image Courtesy: SANSAD TV