মিজোরামেও ক্ষমতান্তর

বদল বনাম বহাল : ৫ রাজ্যে রেজাল্ট : ৪-১!

অধিকাংশ এগজিট পোলে এমনটা আশঙ্কা করা হয়েছিল যে, মিজোরামে বুঝি ফলাফল হবে ত্রিশঙ্কু। না, তেমনটা হয়নি একেবারেই। ভোট সমীক্ষকদের পূর্বাভাসকে ভুল প্রমাণ ক’রে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার ফলাফল এসেছে উত্তর-পূর্বের ওই রাজ্যে। এবং সেই ফলাফল বলছে, ৪০ বিধানসভা আসনের মিজোরামে এবার পালাবদল। ক্ষমতাচ্যুত মিজো ন্যাশনাল ফ্রন্ট তথা এমএনএফ (Mizo National front – MNF)। সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে বেশি আসনে জিতেছে জোরাম পিপলস মুভমেন্ট বা জেডপিএম (Zoram People’s Movement – ZPM)। বিজেপি বা কংগ্রেস – নামমাত্র অস্তিত্ব জানান দিয়েছে মিজোরামের বিধানসভা নির্বাচনে।

  • জেডপিএম জয়ী হয়েছে ২৭টি আসনে
  • এমএনএফের দখলে ১০
  • বিজেপি ২, কংগ্রেস ১

রবিবার রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলঙ্গানার সঙ্গেই ভোট গণনার কথা ছিল মিজোরামে। কিন্তু তা হয়নি। ৩ ডিসেম্বর তারিখটি খ্রিস্টানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ হওয়ায়, ওইদিন ভোট গণনা বন্ধ রাখার অনুরোধ করেছিল একাধিক চার্চ। সেই অনুরোধে সাড়া দিয়ে নির্বাচন কমিশন ভোট গণনার দিন পরিবর্তন করে। পরিবর্তিত তারিখ, একদিন পিছিয়ে, আজ মিজো-মতে সে’রাজ্যে ক্ষমতান্তর নিশ্চিত করল ইভিএম।

৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের এই পর্বে, ফলত, ৪ রাজ্যেই বদলে গেল শাসক। একমাত্র মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখল বিজেপি, তাও দাপটের সঙ্গে।