জাতীয় সঙ্গীতের মর্যাদাহানি সংক্রান্ত অভিযোগে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। জাতীয় সঙ্গীত চলাকালীন স্লোগান দেওয়ার জন্য ১১ জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল লাল বাজারে (Lalbazar))। সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, ‘জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা দরকার।’ তিনি আরও বলেন, ‘হঠাৎ করে জাতীয় সঙ্গীত শুরু করা যায় না।’
গত বুধবার বিধানসভা চত্বরে বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশে চলছিল তৃণমূলের (TMC) বিক্ষোভ কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধরনায় বসেছিলেন শাসকদলের মন্ত্রী-বিধায়করা।
![](https://amritabazar.in/wp-content/uploads/2023/12/mamata-protest-1.jpg)
ওই সময় সামান্য দূরে বিধানসভার সিঁড়িতে বসে পাল্টা বিক্ষোভ দেখায় বিজেপি (BJP)। তৃণমূল বিধায়করা জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন। তাতেও বিজেপি বিক্ষোভ-স্লোগান বন্ধ করেনি। বিধানসভার স্পিকারের কাছে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে একটি অভিযোগপত্র জমা পড়ে। অভিযোগপত্র লালবাজারে পাঠিয়ে দেন স্পিকার। সেখান থেকে বিধায়কদের নোটিস পাঠিয়ে তলব করে কলকাতা পুলিশ। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি বিধায়করা।