রেলের নয়া বিধি

টিকিট বাতিলে খসবে বেশি টাকা!

ভ্রমণের জন্য বেশিরভাগ ভারতীয় ট্রেনকেই পছন্দ করেন। আর বেড়াতে যাওয়ার জন্য মাস তিনেক আগেই টিকিট কেটে রাখেন। পরে মত পরিবর্তন হলে, টিকিট বাতিলও করেন। কিন্তু সেক্ষেত্রে এবার ভাবতে হবে। কেননা , এবার থেকে টিকিট বাতিল করলে আগের তুলনায় অনেক কম টাকা ফেরত পাওয়া যাবে। ট্রেন ছাড়ার আগের ৪৮ ঘণ্টার মধ্যে যতই সময় গড়াবে, ততই কমবে ফেরত যোগ্য টাকার পরিমাণ। ট্রেন ছেড়ে দিলে ফেরত শূন্য।

এত দিন ৪৮ ঘণ্টা আগে কনফার্ম টিকিট বাতিল করলে প্রথম শ্রেণির এসির ক্ষেত্রে কেটে নেওয়া হত ১২০ টাকা। সেটা দ্বিগুণ হয়ে এখন কাটা হবে ২৪০ টাকা। তার সঙ্গে যোগ হচ্ছে ৫ শতাংশ জিএসটি। ৪৮ ঘণ্টা আগে এসি টু টিয়ারের টিকিট বাতিলে কাটা হত ১০০ টাকা। এবার থেকে কাটা হবে ২০০ টাকা। এসি থ্রি টিয়ারে ৯০ টাকার জায়গায় ১৮০ টাকা, স্লিপারে ৬০ টাকার বদলে ১২০ টাকা ও সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে ৩০ টাকার পরিবর্তে ৬০ টাকা কাটা হবে। তার সঙ্গে প্রতিটি ক্ষেত্রেই যুক্ত হবে ৫ শতাংশ হারে জিএসটি।

ডিসেম্বর থেকে চালু হওয়া নিয়মানুসারে ৬ থেকে ১২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে, অর্ধেক টাকাই কেটে নেবে রেল। সবক্ষেত্রে যুক্ত হবে জিএসটি। সুতরাং, দূরপাল্লার ট্রেনের টিকিট সংরক্ষণের আগে ভাবুন এবং কাটুন।