শুরু সিনেমা উৎসব

নেতাজি ইন্ডোরে সুসম্পন্ন সূচনা পর্ব…

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) সূচনা হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival 2023)। এদিন দীপ ‘প্রজ্বলন’ ক’রে ২৯ তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বিশিষ্ট অভিনেতা সলমন খান (Salman Khan)।

দেশ-বিদেশের পরিচালক ও অভিনেতা সহ চলচ্চিত্র জগতের বহু বিশিষ্ট মানুষের সান্নিধ্যে সম্পন্ন হল উদ্বোধনী অনুষ্ঠান। মঞ্চে আগাগোড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনাপর্বকে দিল বিশেষ মাত্রা।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরীয় পরিয়ে, স্মারক হাতে তুলে দিয়ে সম্মান জ্ঞাপন করা হয় সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, লিলি চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দে, পরাণ বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তীর মতো কৃতী শিল্পীদের।

সম্মান জানানো হয় চলচ্চিত্র উৎসবের উদ্বোধক তথা অভিনেতা সলমন খান (Salman Khan), অভিনেতা অনিল কাপুর (Anil Kapoor), অভিনেতা শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) ও সোনাক্ষী সিনহাকে (Sonakshi Sinha)।

চলচ্চিত্র উৎসবের জুরি চেয়ারপারসন রাশিয়ার পরিচালক পাভেল লুনগিন (Pavel Lungin)-কে বরণ করে নেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। জুরি সদস্য মার্কিন পরিচালক লরেন্স কারডিশকে (Laurence Kardish) বরণ করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

বিশিষ্ট পরিচালক সন্দীপ রায়, গৌতম ঘোষ, অঞ্জন দত্ত ও চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন পরিচালক রাজ চক্রবর্তীকে জানানো হয় সম্মান। এবারের চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত পরিচালক মহেশ ভাট (Mahesh Bhatt)। তাঁকে সম্মান জ্ঞাপন করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার ৩৯ দেশের ২১৯টি সিনেমা দেখানো হবে কলকাতার ২৩টি প্রেক্ষাগৃহে। ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসব। এছাড়াও থাকবে সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা, সিনে আড্ডা ও এক্সিবিশন।’ জানালেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩-এর চেয়ারপারসন রাজ চক্রবর্তী।

চলচ্চিত্র উৎসব ২০২৩-এ সিগনেচার ফিল্মটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। এতে গান গেয়েছেন অরিজিৎ সিং। সিগনেচার ফিল্মের গানটি শ্রীজাতর লেখা। সঙ্গীত পরিচালনা ইন্দ্রদীপ দাশগুপ্তের। ফিল্মটি এদিন পরিবেশিত হয়। এবং ওই ফিল্মের গানে সলমন, অনিল, সোনাক্ষী, শত্রুঘ্ন, সৌরভ, মহেশ ভাটের সঙ্গে সকলের অনুরোধে নাচেন মমতাও।

সলমন খান নিজের বক্তব্য পেশ করতে উঠে কলকাতা সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করেন। বাংলা চলচ্চিত্রে অভিনয়ের জন্য আগ্রহ প্রকাশ করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে সকল অতিথিকে উষ্ণ অভ্যর্থনা জানান। ‘শারীরিক কারণে অমিতাভ বচ্চন ও ব্যস্ততার কারণে শাহরুখ খান এবারের চলচ্চিত্র উৎসবে আসতে পারেননি,’ সখেদে বলেন মমতা। এরপর রাজ্যের সার্বিক সৌন্দর্য ও প্রতিভার কথা উল্লেখ ক’রে তিনি দাবি করেন, বাংলাই মুম্বই ইন্ডাস্ট্রির ফিল্ম ডেস্টিনেশন। বাংলায় এই শিল্পের অগ্রগতিতে সচেষ্ট হওয়ার জন্য সলমন সহ সকল অতিথিকে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মজা ক’রে এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধক সলমন খানকে ‘ভাইজান’ বলেও উল্লেখ করেন। পরবর্তী চলচ্চিত্র উৎসবের জন্য তাঁকে আগাম আমন্ত্রণও জানিয়ে দেন। সলমনকে ভাইফোঁটার নিমন্ত্রণ জানিয়ে মমতার বার্তা, ‘পরস্পরের প্রয়োজনে, পরস্পরের আদর্শ বাঁচাতে, আমরা পরস্পরের কাছে পৌঁছব। সুরক্ষা বন্ধন করব।’

বাংলার অগণিত চলচ্চিত্রপ্রেমী দর্শককে সিনেমা দেখতে, সুস্থ থাকতে ও আনন্দে মাততে আবেদন করেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *