‘হাত’ ভাঙতে হাতিয়ার ইমোজি?

প্রধানমন্ত্রীর ‘বেমানান’ টুইট!

সদ্য সম্পন্ন ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে কতটা উজ্জীবিত বিজেপি (BJP), তার একটা নমুনা হল প্রধানমন্ত্রীর আজকের টুইট। এমনিতে তিনি সামাজিক মাধ্যমে যথেষ্ট সক্রিয়। কিন্তু মঙ্গলবারের সক্রিয়তা একেবারে অন্যরকম। এতটাই অন্যরকম যে, এক্সে (X, পূর্বনাম Twitter) তাঁর ফলোয়াররা পর্যন্ত ধন্দে পড়ে গিয়েছিলেন, অ্যাকাউন্টটি আদৌ নরেন্দ্র মোদীর কিনা!

কিন্তু কেন ধন্দ? কী আছে নরেন্দ্র মোদীর ওই বার্তায়? সকাল ১০টা ৩৫-এ এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী ‘ইন্ডিয়া টুডে’ (India Today)-র সাংবাদিক Shiv Aroor (X/@ShivAroor)-এর একটি পোস্ট শেয়ার করেছেন। সেই পোস্টটি মূলত ‘ইন্ডিয়া টুডে’রই সংবাদ সম্প্রচারের ভিডিও। তাতে দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশ-ছত্তিশগড়-রাজস্থানের ভোটে বিপর্যয় প্রসঙ্গে কংগ্রেসের ব্যাখ্যাকে তুলোধোনা করছেন অ্যাঙ্কর। পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে গিয়ে কংগ্রেসের দিক থেকে নাকি গোবলয়ের বাসিন্দাদের ‘অশিক্ষিত’ ও ‘অনগ্রসর’ বলে উষ্মা প্রকাশ করা হয়েছে। দাবি ‘ইন্ডিয়া টুডে’র ওই অ্যাঙ্করের। তাঁর ক্রিটিসিজমের বিষয়বস্তুও সেটাই। পাশাপাশি ওই অ্যাঙ্করের দাবি, তেলঙ্গানার সাফল্যে প্রাণিত কংগ্রেস নাকি ‘হিন্দিভাষী গোবলয়ের’ তুলনায় দক্ষিণ ভারতকে প্রাগ্রসর হিসেবে বিবেচনা করছে।

নরেন্দ্র মোদী সেই ভিডিও সম্বলিত পোস্টটি নিজের এক্স হান্ডলে শেয়ার-পূর্বক হাত-শিবিরকে আক্রমণ করেছেন। তাঁর টুইট –

ঔদ্ধত্য, মিথ্যাচার, নৈরাশ্য ও অজ্ঞতা নিয়ে ওঁরা খুশি থাকুন। কিন্তু…

ওঁদের বিভাজনের রাজনীতি সম্পর্কে সতর্ক হন।এত সহজে ৭০ বছরের অভ্যেস চলে যায় না।

অবশ্য এটাও বলার, দেশবাসী আজ এতটাই সজাগ-সচেতন যে, ভবিষ্যতে আরও বহুবার বিপর্যস্ত হওয়ার জন্য ওঁদের প্রস্তুত হতে হবে।

– নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী

এই বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ করেছেন বহু ইমোজি! বিস্ময়ের পাশাপাশি হাসির ইমোজিও ব্যবহার করেছেন তিনি। সাধারণত এমনটা কোনও অভিজ্ঞ রাজনীতিকের পোস্টে দেখা যায় না। প্রশ্ন হল, যদি বিরোধীদের দিক থেকে ‘বিভাজনের রাজনীতি’ হয়েও থাকে, তাহলে সেই গুরুতর বিষয়টি দেশের প্রধানমন্ত্রীর পোস্টে লঘু ইমোজি সমন্বিত হয়ে শোভা পায় কী করে?

অনেক নেটিজেন এই পোস্টের নীচে প্রধানমন্ত্রীর এক্স অ্যাকাউন্টকে ‘প্যারোডি অ্যাকাউন্ট’ ভাবার প্রাথমিক বিভ্রম উল্লেখ করেছেন। তাঁদের সেই প্রতিক্রিয়া অমূলক নয়।

শাসকের নির্বাচনী সাফল্য দেশবাসীর সকল সংকট নিরসনের নির্দেশক – এটা কে বলল? এই মুহূর্তে মিগজাউম (Michaung) তছনছ করে দিচ্ছে তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। এরই মধ্যে বহু প্রাণহানি ঘটেছে এবং আরও ঘটার আশঙ্কা!

এমন সংকটকালে দেশের প্রধানমন্ত্রী কী করছেন?

তিনি এখন সামাজিক মাধ্যমে কোনও এক সংবাদমাধ্যমের তথ্যপ্রমাণহীন সমালোচনাকে হাতিয়ার ক’রে কংগ্রেসের বিরুদ্ধে ইমোজি-আমোদে আত্মহারা!!

হ্যাঁ, ঠিক শুনছেন। ‘আত্মহারা’ই বললাম। ‘আত্মভ্রষ্ট’ বললে ভুল বলা হত কি?