‘কর্ম’ বনাম ‘কর্মসূচি’!
বিধানসভায় বিক্ষোভ বিজেপির। কেন টেট (TET)-এর দিন পাল্টে ২৪ ডিসেম্বর করা হল? এই প্রশ্নে বিক্ষোভ দেখাল বিজেপি। এ মাসের ১০ তারিখ টেট হওয়ার কথা ছিল। পরে তা পাল্টে ২৪ তারিখ করা হয়েছে। আর এতেই প্রশ্ন তুলছে রাজ্য বিজেপি (BJP)।
ব্রিগেডে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচিও ২৪ ডিসেম্বর। যোগ দিতে আসার কথা নরেন্দ্র মোদীর। বিজেপি যুক্ত থাকলেও অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের নামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এর ‘পাল্টা’ চণ্ডীপাঠের জমায়েত করতে চায় পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। দিন যদিও ঠিক হয়নি।
এরই মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার পরিবর্তিত দিন হিসেবে ২৪ ডিসেম্বরকেই বেছে নিয়েছে রাজ্য। বুধবার নবান্নে মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী বৈঠক করেছেন। ওই দিন পরীক্ষার্থীরা যাতে কোনওরকম অসুবিধায় না পড়েন, তা সুনিশ্চিত করতেই বৈঠক। গাড়ি, মেট্রো প্রভৃতি সচল রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।
গোটা বিষয়টিকে তৃণমূলের পরিকল্পিত রাজনীতি হিসেবে দেখছে বিজেপি। বিধানসভায় বিজেপি বিধায়কদের বিক্ষোভ তারই বহিঃপ্রকাশ।