‘ঠুমকা’য় ঠোক্কর, গাড্ডায় গিরিরাজ

‘ক্ষমা চান’, ধরনায় সোচ্চার তৃণমূল…

গত বিধানসভা নির্বাচনে ‘দিদি, ও দিদি’-র জবাব দিয়েছিলেন বঙ্গবাসী। তাঁরা বুঝিয়ে দিয়েছিলেন, নারীর প্রতি অবমাননায় রাজনৈতিক অনুমোদন বাংলায় অসম্ভব। কিন্তু সেই বার্তা সম্ভবত এখনও বিজেপি নেতৃত্বের কাছে স্পষ্ট হয়নি। স্পষ্ট যে হয়নি, তার প্রমাণ বুধবার দিল্লিতে দাঁড়িয়ে দিয়ে ফেলেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্রূপ করতে গিয়ে অশালীন ও নারীবিদ্বেষী শব্দ প্রয়োগ করেছেন তিনি। সেই অপপ্রয়োগের ধাক্কা দিল্লি থেকে বাংলা হয়ে এবার তাঁর দিকেই ফিরছে ব্যুমেরাং হয়ে।

Image Courtesy: ‘Giriraj Singh, Minister of rural Development’ | Ministry of Micro, Small & Medium Enterprises | GODL-India
কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীর নারীবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে দিল্লির সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় সামিল হয় বাংলার মহিলা তৃণমূল। ‘মান্যবর’কে সংসদ থেকে অবিলম্বে বহিষ্কার করার দাবিও তোলে তারা। ধরনায় অংশ নেন শতাব্দী রায়, মহুয়া মৈত্র, মৌসম বেনজির নূর, মালা রায়, অপরূপা পোদ্দার এবং প্রতিমা মণ্ডল।

এদিকে কলকাতার রাজপথে হাজরা মোড়ে প্রতিবাদে নামে তৃণমূল মহিলা কংগ্রেস। নেতৃত্বে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা সহ বহু মহিলা তৃণমূল বিধায়ক।