এনআইএ তল্লাশি, ধৃত ১৩

সন্ত্রাসের ছক?

ভারতে ইসলামী শাসন-ক্ষমতা জারি করার অভিসন্ধি। আর সেই অভিসন্ধিতে সংখ্যালঘু যুব সম্প্রদায়কে হিংসাত্মক কাজে প্ররোচনা। আল-কায়দা (Al-Qaeda), আইসিসের (ISIS) আদলে এদেশেও দল পাকিয়ে সন্ত্রাসী কার্যকলাপের ষড়যন্ত্র। সংবাদ সংস্থা এএনআই (ANI) সূত্রে খবর, কর্নাটক ও মহারাষ্ট্র থেকে ধৃত ১৩ জনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে।

আজ সকাল থেকে মহারাষ্ট্র ও কর্নাটকের ৪৪ এলাকায় তল্লাশি চালায় এনআইএ (NIA)। তাদের সঙ্গে ছিল রাজ্য পুলিশও।

সম্প্রতি মার্কিন প্রশাসন আফগানিস্তান থেকে জঙ্গি সক্রিয়তার আশঙ্কা প্রকাশ করেছে। সেই পরিপ্রেক্ষিতে এদেশে ২ রাজ্যে এনআইএ-র তল্লাশি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চলতি মাসের মাঝামাঝি সময় থেকে ভারতীয় গোয়েন্দারা এই ধরনের জঙ্গি কার্যকলাপের সূত্র পান। বছরের শেষে এসে শুরু হল ধরপাকড়। ধৃতদের জিজ্ঞাসাবাদ ক’রে জঙ্গি সংগঠনের গোড়ায় পৌঁছনোর চেষ্টা করছেন তদন্তকারীরা। দেশ জুড়ে হিংসাত্মক ষড়যন্ত্রের শিকড় এরই মধ্যে বহুদূর ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা।