এসে গেল টিজার

২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি!

লঞ্চ হল হৃতিক-দীপিকা অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা (Hindi Film) ‘ফাইটার’ (Fighter)-এর টিজার।

সিদ্ধার্থ আনন্দের (Siddharth Anand) পরিচালনায় হৃতিক রোশন (Hrithik Roshan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও অনিল কাপুরকে (Anil Kapoor) ফাইটার পাইলট হিসেবে দেখানো হয়েছে।

#Fighter #HrithikRoshan #DeepikaPadukone #AnilKapoor #SiddharthAnand #teaser

আগামী ২৫ জানুয়ারি, ২০২৪-এ দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে আসতে চলেছে ‘ফাইটার’। টিজার লঞ্চে হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুর অভিনীত ‘ফাইটার’-এর পোস্টার উন্মোচন করা হয়েছে।

#FighterTeaser #Movie

নতুন বছরের প্রথম মাসে মুক্তি পেতে চলা চলচ্চিত্রটি নিয়ে কতটা আশাবাদী পরিচালক, তা এক্স (X, পূর্বনাম Twitter) হান্ডলে তাঁর বার্তায় পরিষ্কার।

Social Media Courtesy: X/@justSidAnand