উচ্চশিক্ষা মন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী
শিবরাজ সিং চৌহানকে (Shivraj Singh Chouhan) আর নতুন করে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মুখ্যমন্ত্রীর আসনে বসাল না বিজেপি (BJP)। ফলঘোষণার এক সপ্তাহেরও বেশি সময় পর, মধ্যপ্রদেশের বিদায়ী সরকারের উচ্চশিক্ষা মন্ত্রী, ২০২৩ সালের মধ্যপ্রদেশ নির্বাচনে উজ্জয়িনী দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মোহন যাদবকে (Mohan Yadav) রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। সোমবার, ১১ ডিসেম্বর, বিজেপির বিধায়ক দলের বৈঠক শেষে এই ঘোষণা করা হয়। কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন মোহন যাদব।
মোহন যাদব অন্যান্য অনগ্রসর শ্রেণী সম্প্রদায়ের অন্তর্গত। ১৯৮২ সালে ছাত্র রাজনীতিতে যোগ দেন মোহন। বিজ্ঞান কলেজ ছাত্র ইউনিয়নের সহ-সম্পাদক হন। পরর্বতী কালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উজ্জয়িনী শাখার একজন সক্রিয় সদস্য হয়ে ওঠেন।
২০১৩ সালে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে বিধানসভার রাজনীতিতে প্রবেশ মোহন যাদবের। ২০১৮ সালের নির্বাচনেও তিনি তার আসনটি ধরে রেখেছিলেন।
বাজপেয়ী-আডবাণী জমানার শিবরাজ সিংকে সরিয়ে লোকসভা ভোটে তফশিলি ভোট ব্যাঙ্ক অটুট রাখতে মোহন যাদবকেই কুর্শিতে বসাল মোদি-শাহ জুটি।