৩৫৩ কোটি!

বিজেপির হাতে অস্ত্র…

অবশেষে শেষ হয়েছে টাকা গোনা। ঝাড়খণ্ডের (Jharkhand) কংগ্রেস সাংসদ ধীরজ প্রসাদ সাহুর (Dhiraj Prasad Sahu) বাসভবন থেকে মিলল মোট ৩৫৩ কোটি টাকা। বুধবার থেকে টাকা গোনা শুরু হয়। শেষ হল রবিবার সন্ধ্যায়। প্রায় নাওয়াখাওয়া ভুলে কর্মীদের সাহায্যে ৪০ জন আয়কর আধিকারিক টাকা গোনার কাজ করছিলেন। রাজ্যসভার কংগ্রেস সাংসদের বাসগৃহ ও সংলগ্ন কার্যালয় থেকে উদ্ধার হওয়া টাকা মেশিনে গুনতেও কালঘাম ছোটার জোগাড়!

এরই মধ্যে যথারীতি শুরু হয়েছে রাজনৈতিক আক্রমণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তোপ, ইনডিয়া জোট চুপ কেন?

Video Courtesy: X/@AmitShah & X/@ANI

একদিকে যখন রাজ্যসভার কংগ্রেস সাংসদের ঠিকানা থেকে এই পরিমাণ অর্থ উদ্ধার হচ্ছে, তখন সামাজিক মাধ্যমে আবার ভাইরাল হয়েছে ধীরজ প্রসাদ সাহুরই ২০২২ সালের টুইট! সেই টুইটে তিনি এই ভেবে ‘ব্যথিত’ হয়েছেন যে, ‘নোটবন্দির পরেও দেশে কী করে এত কালোধন রয়ে গেল!’ ‘কালো টাকা জমানোর পদ্ধতি বুঝতে অপারগতা’র কথা লিখেছিলেন তিনি। পাশাপাশি দাবি করেছিলেন, ‘কংগ্রেসই পারে দুর্নীতি নাশ করতে।’ বিজেপির হাতে এমন অস্ত্র পৌঁছতে বিলম্ব হয়নি। কটাক্ষ ক’রে অমিত মালব্য ভাইরাল টুইটটি শেয়ার করেছেন।

Courtesy: X/@amitmalviya