২২ ডিসেম্বরেই মীমাংসা?
চাকরি পাওয়ার পথে বাধা তাহলে সেই মামলাই? বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে আশাবাদী আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর সদিচ্ছা প্রসঙ্গে দ্বিমত নন। ব্রাত্য বসু (Bratya Basu) আলোচনা-পরবর্তী সাংবাদিক বৈঠকে আন্দোলনকারীদের স্বার্থরক্ষায় মীমাংসা সূত্রের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। এখন মামলা সংক্রান্ত বাধা কতটা নিরসন করা যাবে, তার উপর নির্ভর করে আছে গোটা বিষয়টি।
তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) মধ্যস্থতায় শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের আজকের আলোচনা মোটের উপর ইতিবাচক। ব্রাত্য বসুর সঙ্গে আন্দোলনকারীদের মুখোমুখি হওয়ার পরবর্তী তারিখ ২২ ডিসেম্বর। ওই দিন বোঝা যাবে, মামলার বাধা কাটিয়ে ঠিক কতজনকে চাকরি দেওয়া সম্ভব হতে চলেছে, অথবা আদৌ সম্ভব কিনা।
সোমবারের আলোচনা সম্পর্কে যথেষ্ট আশাবাদী আন্দোলনকারীদের অনেকাংশ। এমনকি শনিবার মাথা মুড়িয়ে প্রতিবাদ জানানো রাসমণি পাত্র (Rasmani Patra) পর্যন্ত শিক্ষামন্ত্রী তথা বর্তমান রাজ্য সরকারের সদিচ্ছার প্রতি আস্থা রাখছেন বিকাশ ভবনে (Bikash Bhavan) আলোচনার পর।
![](https://amritabazar.in/wp-content/uploads/2023/12/slst-kunal-n-1.jpg)
এই পরিস্থিতিতে আগামী ২২ ডিসেম্বর যদি এসএলএসটি (SLST) আন্দোলন মীমাংসা খুঁজে পায়, তাহলে গোটা বিষয়টি ঘিরে রাজনীতির ছক কিন্তু উলটে যাবে। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হল, আড়াই বছরের বেশি সময় ধরে রাস্তায় বসে থাকা যুবক-যুবতীর ভবিষ্যৎ। তা রক্ষিত হোক, শুভবুদ্ধি সম্পন্ন রাজ্যবাসী এটুকুই চাইছেন সর্বাগ্রে।