সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (CJI DY Chandrachud) আশ্বস্ত করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। ‘ক্যাশ-ফর-কোয়েরি’ মামলায় লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে মহুয়াকে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে অনলাইন আবেদন করেছেন মহুয়া। আবেদনটি জরুরি তালিকায় বিবেচনার অনুরোধ করেছিলেন তিনি। অভিষেক মনু সিংভি মহুয়া মৈত্রর পিটিশনের জরুরি শুনানির আবেদন জানান। বুধবার তাতেই সাড়া দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
১৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি, শীতকালীন ছুটিতে চলে যাবে সুপ্রিম কোর্ট। হাতে সময় ডিসেম্বরের ১৪ আর ১৫।