কয়লা পাচার মামলা, তদন্তে সক্রিয় সিবিআই

কয়লা পাচার মামলায় অভিযান…

রাজ্যের ১২টি জায়গায় কয়লা পাচার মামলায় অভিযান সিবিআই (CBI)-এর। বৃহস্পতিবার কলকাতা (Kolkata), আসানসোল (Asansol), দুর্গাপুর (Durgapur) এবং মালদা-বীরভূম-পুরুলিয়ার বেশ কিছু এলাকায় চলে এই অভিযান।

মূলত অনুপ মাঝি (Anup Majhi) ওরফে লালার সূত্র ধরেই ওই অভিযান বলে মনে করা হচ্ছে। দুর্গাপুরের একজনের বাড়িতে ৫ ঘণ্টা তল্লাশির পর কিছু নথি নিয়ে যেতে দেখা যায় সিবিআইকে। বার্নপুরের এক ব্যবসায়ী এবং পুরুলিয়ার নিতুড়িয়ার ১ ব্যক্তিকে আটক করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।