ম্যাচ ও সিরিজ হারলেও গৌরবের নজির…
শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) ১৪ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার (Sumya Sarkar)। বুধবার নেলসনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে এই রেকর্ড করেন সৌম্য। ১৫১ বলে ২২টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে করেন দুর্দান্ত ১৬৯ রান । উল্লেখ্য, কিউইদের বিপক্ষে ২০০৯ সালে অপরাজিত ১৬৩ রানের ইনিংস খেলে রেকর্ড করেছিলেন শচীন।
Image Courtesy: Wiki (Sachin) & tvnz (Soumya)
অবশ্য এর পরেও ম্যাচ জিতে (৭ উইকেটে) সিরিজ পকেটে পুরে নিয়েছে নিউজিল্যান্ড। ফলে ফলাফল হতাশারই। তবু সৌম্যর রেকর্ড বাংলাদেশের পক্ষে চূড়ান্ত গৌরবের, সে বিষয়ে সন্দেহ নেই।
A special knock from Soumya Sarkar, applauded by the Saxton Oval crowd 👏 #NZvBAN pic.twitter.com/tfFoYh4UGD
— BLACKCAPS (@BLACKCAPS) December 20, 2023