মহার্ঘ ভাতা বাড়ানো হল ৪%

উৎসবের আবহে ঘোষণা…

অবশেষে বাড়ানো হল ৪% মহার্ঘ ভাতা (DA)। ১৩ তম কলকাতা ক্রিসমাস উৎসবের সূচনা পর্বে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কলকাতার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, সকল স্তরের রাজ্য সরকারি কর্মীরাই বর্ধিত মহার্ঘ ভাতা পাবেন। অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীরাও বর্ধিত হারে পাবেন মহার্ঘ ভাতা।

এ’ রাজ্যের সরকারি কর্মীদের একাংশ বহুদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন করছেন। সঙ্গে সুপ্রিম কোর্টে এই নিয়ে চলছে মামলাও। যদিও দেশের শীর্ষ আদালতে বারবার পিছিয়ে গিয়েছে শুনানির তারিখ। মামলাকারীরা যখন সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির আগামী বছরের তারিখের দিকে তাকিয়ে, তখন চলতি বছরের শেষ লগ্নে এসে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তবে সেই ঘোষণার মধ্যেও তিনি সরকারের অবস্থান জানাতে ভুললেন না যে, মহার্ঘ ভাতা প্রদান বাধ্যতামূলক নয় – ঐচ্ছিক। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারি চাকরি ও রাজ্য সরকারি চাকরির রীতিনীতির পার্থক্য উল্লেখ করালেন তিনি। কেন্দ্র টাকা আটকে রাখায় রাজ্য সরকার যে যথেষ্ট অসুবিধার মধ্যেও মহার্ঘ ভাতা বৃদ্ধির এই ঘোষণা করছে, তাও জানালেন মমতা।

Video Courtesy: Facebook/Mamata Banerjre

Cover Image Courtesy: Facebook/Mamata Banerjre