সময়সীমা কমাল হাইকোর্ট

নবান্নের সামনে ৭২ ঘণ্টা ধরনা নয়…

কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে নবান্নের সামনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চের (Sangrami Joutha Mancha)। শুক্রবার সকাল থেকে শুরু হয়ে গিয়েছে ধরনা। আপত্তি ছিল রাজ্যের। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) আন্দোলনকারীদের পক্ষে রায় দিয়ে ৭২ ঘণ্টা বিক্ষোভ সমাবেশে অনুমোদন দেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের (Justice T. S. Sivagnanam) ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। শুক্রবার ডিভিশন বেঞ্চ যা জানাল, তাতে নবান্নের সামনে বিক্ষোভ সমাবেশ শনিবার বিকেল ৪টের মধ্যে শেষ করতে হবে সংগ্রামী যৌথ মঞ্চকে।

কথা সংক্ষেপ:

Image Courtesy (Calcutta High Court): WIKI

১৪৪ ধারা জারি থাকা এলাকায় এই ধরনের বিক্ষোভে দিনের শুরুতেই বেঁকে বসেছিল পুলিশ। আন্দোলনকারীরা অবশ্য জানিয়েছিলেন, ডিভিশন বেঞ্চের রায় তাঁরা পালন করবেন। এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় ঘোষিত হওয়ায় ৭২ ঘণ্টার বিক্ষোভ কর্মসূচিকে সংক্ষিপ্ত করা ছাড়া উপায় নেই তাঁদের হাতে।