নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চ

‘মহার্ঘ’ ধরনায় আন্দোলনকারীরা

‘৪ নয়, ৪০ শতাংশ মহার্ঘ ভাতা (DA) দিতে হবে। সকল সরকারি প্রতিষ্ঠানের শূন্য পদে স্বচ্ছ নিয়োগ করতে হবে।’ নবান্নের সামনে এমনই দাবিতে দিনরাত্রি ৭২ ঘণ্টা ধরনা অবস্থান। শুক্রবার সকাল থেকে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে সংগ্রামী যৌথ মঞ্চ (Sangrami Joutha Mancha)

পুলিশের দাবি, ‘১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও আন্দোলনকারীরা ধরনা করছেন, চিৎকার চেঁচামেচি করছেন, বাজনা বাজাচ্ছেন। রাস্তার মধ্যে ঢুকে পড়ছেন, বসে পড়ছেন। সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, তাঁরা অভিযোগও করছেন।’

অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ, ‘হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় মানছে না পুলিশ। বাসস্ট্যান্ডের ভিতরে যেতে দেওয়া হয়নি। আন্দোলনকারীদের আসতে দেওয়া হচ্ছে না, আটকানো হচ্ছে। গণ শৌচালয়, চা দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।’

পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে ১৩ তম কলকাতা ক্রিসমাস উৎসবের সূচনা করে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সকল স্তরের রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করেছেন।