তৃণমূল নেত্রীর কড়া নজর

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর ২৪ পরগণার দেগঙ্গার জনসভায় লোকসভা ভোটের প্রচার কার্যত শুরু করে দিলেন। তাঁর বক্তব্য থেকে সুনির্দিষ্ট বার্তা ছড়িয়ে দিয়েছে তৃণমূল নেতা কর্মীদের মধ্যে। প্রথমত সাংগঠনিক স্তরের জেলায় একাধিক শাখা সংগঠনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার জন্য জেলার চেয়ারম্যান হিসাবে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ নির্মল ঘোষকে দায়িত্ব দেওয়া। দ্বিতীয় নির্মল ঘোষের নেতৃত্বে পার্থ ভৌমিক, সুজিত বসু সহ সংগঠনের পুরানো নেতাদের কমিটির মধ্যে বাড়তি গুরুত্ব দেওয়া। তৃতীয়ত প্রকাশ্যে হাজি নুরুলের ঘনিষ্ঠের নাম না করেও কঠোর বার্তা দেওয়া এবং সুজিত বসুকে দমদমের পাশাপাশি বসিরহাটের দায়িত্ব তুলে দেওয়া।

সাংগঠনিক দিকের পাশাপাশি বক্তব্যের মধ্যে বিজেপি সিপিএমকে সরাসরি নাম করলেও কংগ্রেসের নাম একবারও মুখে আনেননি। এমনকি না না করে আইএসফের বিরুদ্ধে কড়া বক্তব্য রাখলেও কংগ্রেসের বিষয়ে নীরব থাকায় তৃূণমূল কংগ্রেস ও কংগ্রেস জোটের একটা সম্ভাবনার বার্তা পাওয়া যাচ্ছে। অন্যদিকে দেশের সঙ্গে বাংলাতে ওবিজেপিই যে তৃণমূলের মূল প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে পরিস্কার উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *