২২ শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির আনুষ্ঠানিকভাবে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে। বিতর্কিত বাবরি মসজিদ ভেঙে দেওয়ার পর ২০১৯ সালের ৯ই নভেম্বর সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত স্থানে রাম মন্দির তৈরীর নির্মাণের নির্দেশ দেয় ।অন্যদিকে অযোধ্যার ধন্নিপুরে মসজিদ তৈরির জন্য নির্দিষ্ট জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
নতুন মসজিদে থাকছে হাসাপাতাল
রাম মন্দির নির্মাণ সম্পন্ন হলেও মূলত আর্থিক কারণে মসজিদ তৈরির কাজ শুরুই হয়নি। ইন্দো ইসলামিক কালচার ফাউন্ডেশন ট্রাস্টকে মসজিদ তৈরি দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রাস্ট এর পক্ষ থেকে জানা গেছে 2024 শে ফেব্রুয়ারি মাস থেকে তারা মসজিদ তৈরির তহবিল সংগ্রহের জন্য বিভিন্ন রাজ্যে প্রতিনিধি নিয়োগ করবে। ফাউন্ডেশন এর প্রধান ট্রাস্টি জাফর ফারুকী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মসজিদে চূড়ান্ত নকশা ফেব্রুয়ারির মাঝামাঝি তৈরি হয়ে যাবে ।এরপর প্রশাসনিক অনুমোদনের জন্য পাঠানো হবে।
কেমন নতুন এই মসজিদ
উত্তরপ্রদেশের সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সংবাদ সংস্থা কে জানিয়েছেন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম আক্তার ইতিমধ্যেই এই মসজিদের নকশা তৈরি করেছেন। এই নকশায় মসজিদের পাশাপাশি থাকছে দুশো বেডের হাসপাতাল ।একটি কমিউনিটি কিচে।ন একটি অত্যাধুনিক লাইব্রেরী ।
গম্বুজ ছাড়াই ডিম্বাকৃতি আকারে গড়ে তোলা হবে দোতলা মসজিদ । কোন মিনার থাকবে মসজিদে। সৌর প্যানেল বসানো হবে ।একসঙ্গে ২০০০ মানুষ নামাজ পড়তে পারবেন ।মসজিদটি চল্লিশ হাজার বর্গফুটের উপর নির্মাণ করা হবে ।আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই অযোধ্যায় নতুন এই মসজিদ তৈরির কাজ শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেছেন ইন্দো ইসলামিক কালচারাল ট্রাস্টের সদস্যরা।
