মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কর্মসূচি বাতিল করা হলো। নতুন বছরে দ্বিতীয় দিন থেকেই একাধিক কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্ন থেকে একটি নির্দেশিকা জানানো হয়েছে আগামী কয়েকদিনের জন্য মুখ্যমন্ত্রীর সমস্ত কর্মসূচি বাতিল করা হচ্ছে। তবে কি কারণে সমস্ত কর্মসূচি আপাতত বাতিল করা হচ্ছে তা সুনির্দিষ্ট ভাবে নির্দেশিকায় জানানো হয়নি।
কি কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর
প্রথমত পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ।এই দিন অবশ্য মুখ্যমন্ত্রীর কোন রাজনৈতিক কর্মসূচি বা প্রশাসনিক কর্মসূচি ছিল না। তবে ২রা জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী একটি সরকারি কর্মসূচিতে উপস্থিত থাকার কথা ছিল। এছাড়াও আগামী ৩ রা জানুয়ারি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখার জন্য গঙ্গাসাগরে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সফর পিছিয়ে ৮ ও ৯ জানুয়ারি করা হচ্ছে । এছাড়াও আগামী ৪ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগনা জয়নগরে তৃণমূল নেত্রীর রাজনৈতিক কর্মসূচি ছিল। সেই কর্মসূচি ও আপাতত স্থগিত করা হচ্ছে। তবে মঙ্গলবার ভাঙড়ের চারটি নতুন থানার উদ্বোধন ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী করবেন বলে জানা গেছে।
কর্মসূচি বাতিলের কারণ
মুখ্যমন্ত্রীর আচমকা এই সফর বাতিল করার বিষয়ে সরকারিভাবে কিছু জানানো না হলেও বেসরকারিভাবে জানা যাচ্ছে গত শুক্রবার এসএসকে হাসপাতালে মুখ্যমন্ত্রীর ডান কাঁধে পুরনো চোটের কারণে ছোট একটি অপারেশন হয়। এই কারণেই চিকিৎসকরা কয়েক দিন থেকে বিশ্রাম নেয়ার পরামর্শ দেন ।এই কারণেই গত কয়েকদিন তার কর্মসূচি বাতিল করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।