রাম মন্দির নির্মাণে খরচ ১৮০০ কোটি। ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা ৩০০০ কোটি টাকা।
অযোধ্যায় রামমন্দির নির্মাণে এখনো পর্যন্ত খরচ হয়েছে ৯০০ কোটি টাকা। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র টাস্টের আধিকারিকরা এই তথ্য প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁরা জানিয়েছেন ট্রাস্টের অ্যাকাউন্টে এখন ও ৩০০০ কোটি টাকা জমা রয়েছে।রাম মন্দির নির্মাণে খরচ ধরা হয়েছে ১৮০০ কোটি টাকা। ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত ব্যয় হয়েছে ৯০০ কোটি টাকার বেশি।শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সচিব চম্পাত রাই সংবাদ সংস্থা পিটিআইকে একথা জানিয়েছেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশ জুড়ে প্রায় 10,000 বিশিষ্ট ব্যক্তিরা 2024 সালের ২২ জানুয়ারিতে অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন। রাম 2025 সালের জানুয়ারির মধ্যে মন্দিরটি তিন ধাপে সম্পন্ন হবে। এখন চলছে শেষ মুহুর্তের প্রস্তুতী।ইতিমধ্যেই রাম ভক্তরা দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় আসতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় নতুন বিমান বন্দর থেকে অত্যাধুনিক রেল স্টেশন ইতিমধ্যেই উদ্বোধন করেছেন. এমনকি অযোধ্যায় রোড শো ও করেছে প্রধানমন্ত্রী।