আবার বড়সড় ভূমিকম্প
জাপানের পর ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন্সের বেশ কিছু অংশ। রিখটার স্কেলে কম্পণের মাত্রা ৬.৭। এখনও পর্যন্ত সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির খবর এখন পাওয়া যায়নি । ফিলিপাইন্সের ছোট দ্বীপ মিনডানো ভূমিকম্পের সম্ভাব্য উৎস্যস্থল।
চিরবিদায় বেকেনবাওয়ার
ঘুমের মধ্যেই ঘুমের দেশে চলে গেলেন জার্মানীর বিশ্বকাপজয়ী ফুটবল তারকা ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরে পার্কিনসন্স রোগে ভুগছিলেন। । ১৯৭৪ সালে বেকেনবাওয়ারের নেতৃত্বে বিশ্বকাপ জেতে জার্মানি। আবার ১৯৯০ সালে বিশ্বকাপজয়ী জার্মানি দলের কোচ ছিলেন।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের ছাত্রনেতা সুদীপ রাহা।সুদীপের অভিযোগ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিকল্পনা করেই তৃণমূলকে আক্রমণ করেছেন এবং অন্য রাজনৈতিক দলের হয়ে কথা বলছেন। সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতির কাছে তাঁর আর্জি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সংবিধানের ১২৪(৪) ধারা প্রয়োগ করা হোক। তিনি বিচারপতির পদের মর্যাদা ধরে রাখতে পারেননি।
অভিষেকের সম্পত্তি প্রকাশের অনুরোধ বিচারপতি গাঙ্গুলির
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ কত তা হলফনামা দিয়ে সোশাল মিডিয়ায় প্রকাশ করার কথা বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে অবিষেকের সমসাময়িক অন্যদলের নেতাদেরও সম্পত্তির পরিমান প্রকাশের দাবী জানিয়েছেন বিচারপতি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন “একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটি সম্পত্তির হলফনামা দিয়ে, ঘোষণা করবেন? তাঁর সম্পত্তি কত, সেটা কি একটি হলফনামা তৈরি করে কি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন?”তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসাব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অনুরোধ করে অভিষেকের উদ্দেশ্যে বিচারপতি বলেন, “সেটা করতে পারবেন? যদি তিনি করেন, তাহলে মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্যান্য সমতুল্য নেতাদের কাছেও একই অনুরোধ রাখব, আপনারাও সম্পত্তির হলফনামা করে সোশ্যাল মিডিয়ায় দিন।”