প্রয়াত রাশিদ খান

চিরঘুমে চলে গেলেন শাস্ত্রীয় সঙ্গীতের নক্ষত্র রাশিদ খান। মাত্র ৫৬ বছরেই থেমে গেল শিল্পীর জীবন। সকাল থেকেইরাশিদ খানের শারিরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে। ইনটেনসিভ কেয়ার ইউনিটের ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। কিংবদন্তী এই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীর শারিরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ফিরেই মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে রাশিদ খানকে দেখতে যান। মুখ্যমন্ত্রী আসার পরই শিল্পীর মৃত্যু সংবাদ জানানো হয়।

গত একমাস ধরে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। গত কয়েক দিন আগে তাঁর শারিরিক অবস্থার উন্নতি হয়েছিল। মঙ্গলবার সকাল থেকে তাঁর শারিরিক অবস্থার অবনতি হয়। প্রসঙ্গত কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছেন পদ্মভূষণ ভূষিত এই রাশিদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *