বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।দেশের সর্বোচ্চ আদালতে বুধবার এই আবেদন জানিয়েছেন অভিষেক। একই সঙ্গে বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চ থেকেও মামলা সরানোর আর্জি জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

সুপ্রিম কোর্টের কাছে তৃণমূল সাংসদের আর্জি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আদালতের বাইরে বার বার যে এক পক্ষের বয়ান তুলে ধরছেন, তা থেকে তাঁকে বিরত থাকার নির্দেশ দেওয়া হোক। প্রসঙ্গত, কয়েক দিন আগেই অভিষেকের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সংবাদমাধ্যমের সামনেই বিচারপতি হলফ নামা দিয়ে অভিষেকের সম্পত্তি সমাজ মাধ্যমে প্রকাশ করার দাবী জানিয়ে বলেছিলেন ‘‘ সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই, কার কত সম্পত্তি আছে। কে কত সম্পত্তি করেছেন? কার কতটা সম্পত্তির উৎস কী।’’ এর পর বাম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়ের নাম উল্লেখ করে বলেন, ‘‘অভিষেক যদি সমাজমাধ্যমে ওই পোস্ট করেন, তবে তাঁর সমসাময়িক নেতা ধরুন মিনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য নেতাদের কাছেও একই আবেদন রাখব। তাঁরাও সম্পত্তির হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়াতে দিন আমরা দেখতে চাই।’’ । এমনকি রাজ্য সরকারের উদ্দেশ্যে বিচারপতি জানতে চান ,দুর্নীতির তদন্ত আটকাতে রাজ্য সরকার কত টাকা সুপ্রিম কোর্টে খরচ করল? তার পরিমাণটা কি তারা জানাবে? কারণ আমি এর জবাব জানতে চাই। বিচারপতি অভিজিত গাঙ্গুলি আদালতের বাইরে যে ভাবে মন্তব্য করে চলেছেন তা কতটা বিচারপতির চেয়ারে বসে বাইরে বলা যায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।। প্রসঙ্গত একদিন আগেই বিচারপতির অভিজিত গাঙ্গুলির বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে মামলা করেছেন এক তৃণমূল ছাত্র নেতা। এরপর সেই পথ ধরলেন অভিষেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *