লোকসভা নির্বাচনের আগে রাম মন্দিরের উদ্বোধন বিজেপির গিমিক শো। রাম মন্দির নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের কড়া সমালোচনা করলেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, “যাদের রাম জন্মভূমি আন্দোলনে কোনো ভূমিকা নেই , যারা রাম মন্দির নির্মাণের জন্য পুলিশের লাঠিচার্জ খেতে হয়নি, জেল খাটতে হয়নি। তারা কখনই এই রামের আবেগের তাৎপর্য বুঝতে পারবে না। তিনি বলেছেন রামমন্দির ৫০০ বছরের আন্দোলনের ফসল। পৃথিবীর কোন দেশে এমন কোন আন্দোলন বিরল ঘটনা।
গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপায় রাম মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে রাজনৈতিক ফয়দা তুলতে চাইছেন। তিনি বলেছেন রাম মন্দিরের উদ্বোধন বিজেপির গিমিক শো। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনায় এই মন্তব্য করেছিলেন মুখ্যমনত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কালকে আমায় জিজ্ঞাসা করেছিল, রাম মন্দির নিয়ে আপনার কী বক্তব্য। যেন একটাই কাজ। আর কোনও কাজ নেই আমি বললাম, ধর্ম যার যার নিজের। উৎসব সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি, যে উৎসব একতার কথা বলে।’ মুখ্যমন্ত্রী ইশ্বরের নামে শপথ করে, আল্লার কসম খেযে বলেন’তৃণমূল যত দিন থাকবে, এই সরকার যত দিন থাকবে, শপথ করে যাচ্ছি, আমি কোনও দিন ধর্মীয় ভাগাভাগি করতে দেব না।