বিনামূল্যে অযোধ্যার রামমন্দির ও ভগবান রামের দর্শনের উদ্যোগ নিল বিজেপি শাসিত ছত্তিশগড় সরকার। অযোধ্যায় রামমন্দির দর্শন করতে ছত্তিশগড়ের বাসিন্দারা ইচ্ছে প্রকাশ করলেই তাদের ট্রেনে করে ৯০০ কিলোমিটার যাত্রা সম্পূর্ণ বিনামূল্যে অযোধ্যা ভ্রমণের ব্যবস্থা করবে ছত্তিশগড় রাজ্য সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই জানিয়েছন ২০২৩ সালের বিধানসভার নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছত্তিশগড়ে যে প্রতিশ্রূতি দিয়েছিলেন এটা তার গ্যারান্টি পূরণ করা হচ্ছে। প্রতি বছর ২০ হাজার মানুষকে অযোধ্যা ভ্রমণের সুযোগ করে দেওয়া। ছত্তিশগড় পর্যটন দপ্তরের মাধ্যমে পুরো বিষয়টি বাস্তবায়িত করা হবে। ১৮ থেকে ৭৫ বছর বয়স পর্যন্ত সম্পূর্ণ শারিরিক ভাবে সুস্থ পুরুষ ও নারীরা এই ভ্রমণের সুযোগ পাবেন। প্রথম পর্বে ৫৫ বছরের বেশি বয়সের মানুষদের অগ্রাধিকার দেওয়া হবে।