এবার ভারতের প্রথম পাঁচ গম্বুজওয়ালা মসজিদ তৈরি হবে উত্তরপ্রদেশের ধান্নিপুরে, মসজিদ নির্মাণে উন্নয়ন কমিটির প্রধানের দায়িত্ব মহারাষ্ট্রের বিজেপি নেতাকে রামমন্দির থেকে ২৫ কিলোমিটার দূরের ধান্নিপুর গ্রামে একটি মসজিদ নির্মাণের জন্য ৫ একর জমি দেওয়া হয় উত্তরপ্রদেশের সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডকে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই জমি দেওয়া হয় কয়েক বছর আগে। সূত্রের খবর, সেখানে মসজিদ তৈরির কাজ শুরু হতে চলেছে ২০২৪ সালেই। ইংরাজী দৈনিক দি হিন্দুতে বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে।
এটি ভারতের অন্যতম বৃহত্তম মসজিদ হিসেবে গণ্য হবে। মসজিদ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন নামে একটি ট্রাস্টকে। ট্রাস্টের দাবি, এটি তাজমহলের চেয়ে সেরা স্থাপত্য হতে চলেছে। বিশ্বের সবচেয়ে বড় আকারের কোরাণ মসজিদে সংরক্ষিত থাকবে।
হিন্দুর খবর এই মসজিদ তৈরির জন্যে যে উন্নয়ন কমিটি গড়া হয়েছে, সেই কমিটির প্রধান বিজেপি নেতা হাজি আরফত শেখ। মহারাষ্ট্রের এই বিজেপি নেতা ২০২৩ সালের নভেম্বরে কমিটির প্রধান হিসেবে আসীন হন।
মসজিদ নির্মাণে পুরনো যে নকশা তৈরি করা হয়েছিল, তাতে ৪,৫০০ কিলোমিটার এলাকাজুড়ে কমিউনিটি কিচেন, গ্রন্থাগার, গবেষণা কেন্দ্র তৈরির পরিকল্পনা থাকলেও কী কারণে পুরনো নকশা পাল্টে নতুন নকশা তৈরি করা হল তাও জানিয়েছেন হাজি আরফত শেখ। তিনি জানিয়েছেন, পুরনো নকশা অনুযায়ী মসজিদটি ডিমের খোলার আকারে গড়ে তোলার পরিকল্পনা ছিল। মসজিদ এমন আকারের হয় না।
এরপরই নতুন ডিজাইন তৈরি করা হয়েছে। ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে,, এই নতুন নকশা তৈরি করছেন পুনের একজন স্থাপত্যবিদ। নকশা তৈরি করছেন ইমরান শেখ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নতুন নকশা তৈরির কাজ শেষ হবে। এরপর চলতি বছরের মে মাসে মসজিদ নির্মাণের কাজ শুরু হতে পারে। সেই কাজ শেষ হতে সময় লাগবে ৩৯ মাস।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট জানিয়েছিল, আগামী ৩০ মাসের ভিতর ধান্নিপুরে মসজিদ নির্মাণের কাজ শেষ হবে। ওই সময়সীমা পেরিয়ে গিয়েছে। এব্যাপারে ট্রাস্টের প্রধান হাজি আরফত শেখ বলেছেন, ‘প্রশাসনিক দীর্ঘসূত্রিতা এবং অর্থাভাবে ইচ্ছা থাকা সত্ত্বেও এতদিন পর্যন্ত মসজিদ তৈরির কাজ শেষ করা যায়নি’। হাজি আরফত আরও জানিয়েছেন, এই মসজিদই ভারতের একমাত্র পাঁচটি গম্বুজওয়ালা মসজিদ হবে।
সূত্রের খবর, মসজিদ নির্মাণকে কেন্দ্র করে প্রচার চালাতে ছোট আকারের কিছু ভিডিয়ো ক্লিপ তৈরি করা হচ্ছে। ভিডিয়োগুলো ভয়েস ওভার দিয়ে তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস’-এর নির্মাতা বিজয় বিক্রম সিংয়ের হাতে। এছাড়া প্রসিদ্ধ বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের ভয়েস ওভারে ‘রামমন্দির নির্মাণ কমিটি’ একইভাবে কিছু ছোট আকারের ভিডিয়ো তৈরি করছে।
সূত্রের খবর, প্রথমে ঠিক হয়েছিল মসজিদের নাম দেওয়া হবে ‘মসজিদে অযোধ্যা’। এই নাম নিয়ে মুসলমান সম্প্রদায়ের মানুষজনের একাংশ আপত্তি তোলায় নাম পরিবর্তন করে নাম দেওয়া হচ্ছে ‘মহম্মদ বিন আবদুল্লা মসজিদ’