পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদ উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের জন্য শিয়ালদা স্টেশনে চালু হল বিশেষ হেল্প ডেস্ক। এখন থেকে এই হেল্প ডেস্কে থেকে পরিযায়ী শ্রমিকরা একদিকে তাদের নাম নথিভুক্ত করতে পারবেন। অন্যদিকে রাজ্য সরকারের যে বিভিন্ন সাহায্য সহযোগিতা এখান থেকেই তার সমস্ত খবর জানতে পারবেন। আজ এই হেল্প ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের শ্রম কমিশনার জাভেদ আক্তার। পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পরিষদের কার্যনির্বাহী আধিকারিক শ্রীমতি শর্মিলা খাটুয়া ও রাজ্যে রেলওয়ে পুলিশ ও শ্রম দপ্তরের অন্যান্য আধিকারিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকেই চেয়ারম্যান ও রাজ্যসভার সাংসদ অধ্যাপক সামিরুল ইসলাম বিভিন্ন স্টেশনে পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্প ডেস্ক চালু করার উদ্যোগ গ্রহণ করেন। শিয়ালদা স্টেশন থেকে এই কাজ শুরু হল। এবার রাজ্যের অন্যান্য বড় স্টেশন গুলিতেও ধাপে ধাপে হেল্প ডেস্ক চালু করার উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ। স্টেশনে হেল্প ডেস্ক চালু হওয়ার ফলে পরিযায়ী শ্রমিকদের নথিভূক্তির সংখ্যা অনেকটাই বাড়বে বলে আশা প্রকাশ করছেন পর্ষদের আধিকারিকরা।

