
অভিনয় ও নৃত্যকে যারা আগামী দিনে পেশা হিসাবে বেছে নিতে চাইছে তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগ। সরাইকেলার ছৌ নাচের, রাইবেসের ও নাটক নির্মাণের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে নাটক বিভাগ। এই কর্মশালায় যোগ দিয়েছেন ৪০ জন স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্র ছাত্রী। এখানে হাতে ধরে শেখানো হচ্ছে নাচ, নাটক। বিভাগীয় প্রধান অধ্যাপক শান্তনু দাস জানিয়েছেন অনেক নামী নাট্যব্যক্তিত্ব কর্মশালায় উপস্থিত থাকবেন উদ্দেশ্য একটাই পরবর্তী জীবনে যাতে স্বনির্ভর হতে পারে সেটাই কর্মশালার মূল উদ্দেশ্য।

