২৮ জানুয়ারি রাহুল গান্ধি ফের বাংলায় ন্যায় যাত্রার জন্য আসছেন।কংগ্রেস সূত্রে খবর ছিল, ২৮ জানুয়ারি ফালাকাটা থেকে গাড়িতে ন্যায় যাত্রা শুরু হবে। ময়নাগুড়ি হয়ে তা পৌঁছবে জলপাইগুড়ি শহরে। বিভিন্ন রাস্তা গাড়িতে ও পদযাত্রার পর শিলিগুড়ির এয়ারভিউ মোড় রাহুল গান্ধির জনসভা হওয়ার কথা ছিল। কিন্তুু ২৮ তারিখ পুলিশের নিয়োগ পরীক্ষা পূর্ব ঘোষিত থাকায় সভা করার অনুমতি দেয়নি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। শিলিগুড়ি কংগ্রেস কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
