‘‘২১ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২১ ফেব্রুয়ারি বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে।’’ বাংলায় ১০০ দিনের কাজের বকেয়া মজুরি নিয়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বড় ঘোষণা। ধর্মতলায় আম্বেদকর মূর্তির সামনে ধর্ণা মঞ্চের দ্বিতীয় দিনের শেষ লগ্নে উপস্থিত জনতাকে চমকে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন একশো দিনের বকেয়া টাকা বন্ধ করে বাংলার শ্রমজীবি মানুষকে ভাতে মারতে চাইছে কেন্দ্র। বহু বার দাবি জানানো হয়েছে। দরবার করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কিন্তু তবু একশো দিনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন এমন ২১ লক্ষ মানুষের টাকা আটকে রেখেছে। তিনি জানান এই বঞ্চনা তিনি মেনে নেবেন না। ২১ ফেব্রুয়ারি রাজ্য সরকার ২১ লাখ মানুষের বকেয়া টাকা মিটিয়ে দেবেন। কি বলেছেন তৃণমূল নেত্রী তা শুনব।